যুক্তরাষ্ট্রের ধনকুবের ও ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বলেছেন, ২০১৭ সালে তাঁর প্রতিষ্ঠান কেনার ব্যাপারে আলোচনা বাতিল করে দিয়েছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। এমন সময় ইলন মাস্ক এই তথ্য জানালেন, যখন ইলেকট্রিক গাড়ি নির্মাণের ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। সূত্র বলেছে, ২০২৪ সালের মধ্যে ইলেকট্রিক গাড়ি বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। তবে আনুষ্ঠানিকভাবে অ্যাপলের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। গত মঙ্গলবার রয়টার্সের খবরে আরও বলা হয়, ইলেকট্রিক গাড়ির ব্যাটারির নকশায় অনেক বড় পরিবর্তন আনবে অ্যাপল।
লিথিয়াম আয়ন ব্যাটারির বদলে তারা ব্যবহার করবে লিথিয়াম আয়ন ফসফেট। এতে ব্যাটারির দাম কমবে এবং গাড়ির রেঞ্জ বাড়বে। প্রজেক্ট টাইটান প্রকল্পের আওতায় এই ইলেকট্রিক গাড়ি বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। যদিও আয়রন-ফসফেট ব্যবহার করে ইতিমধ্যে গাড়ি তৈরি শুরু করেছে টেসলা। মাস্ক নিজে টুইট করে এই তথ্য জানিয়েছেন।