সিলেট বিভাগে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট

প্রথম আলো প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০, ১৬:৩২

সিলেটের পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবিতে বিভাগের চার জেলায় দ্বিতীয় দিনের মতো ৭২ ঘণ্টার টানা পরিবহন ধর্মঘট চলছে। ধর্মঘটের দ্বিতীয় দিন আজ বুধবারও সিলেটের সঙ্গে সারা দেশের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ আছে।

পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের সমর্থনে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও শ্রমিক সংগঠনের আহ্বানে মঙ্গলবার সকাল ছয়টা থেকে শ্রমিকেরা এই ধর্মঘট পালন করছেন। ফলে আজ বুধবারও দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা। ধর্মঘটের কারণে দূরপাল্লার যানবাহন না পেয়ে গন্তব্যে যেতে পারেননি অনেকে। আবার নগরের অভ্যন্তরে এবং শহরতলি এলাকায় রিকশা ও মোটরসাইকেলে চেপে অনেকে গন্তব্যে যাওয়া–আসা করছেন। এতে বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। যাত্রীরা বলছেন, ধর্মঘট ও কর্মবিরতিকে পুঁজি করে রিকশাচালক ও অ্যাপের মাধ্যমে মোটরসাইকেলচালকেরা অতিরিক্ত মুনাফা লুটে নিচ্ছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us