তেলা মাথায় তেল দেওয়া আর কত দিন

প্রথম আলো ফজলুল কবির প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০, ০৯:০০

‘রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি’—কী সত্যই না উচ্চারণ করেছিলেন রবীন্দ্রনাথ! এই সত্য এখনো ছায়ার মতো আমাদের পায়ে পায়ে চলছে। ধনভান্ডার বরাবরই রাজাদের দখলে। সেখানে কাঙালের প্রবেশাধিকার নেই। বরং কাঙালের জন্য রয়েছে সেই আদি ও অকৃত্রিম ‘পারিষদ দল’, যারা ধরে আনতে বললে বেঁধে আনে বরাবর। এমনকি ক্রান্তির সময়েও রাজাদের অর্থকড়ি লুটে বিরতি পড়ে না। বরং ত্রাণের মাল কেড়ে নিতে নিজেকে কাঙাল হিসেবে উপস্থাপনের উদারতা দেখাতেও তাঁরা সদা প্রস্তুত।

কথাগুলো আসছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের পাওয়া সংকটকালীন প্রণোদনা ও আর্থিক সহায়তার বিলিবণ্টনের পরিসংখ্যান দেখে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের গবেষণায় উঠে এসেছে পীড়াদায়ক কিছু তথ্য।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us