নামেই পৌরসভা, মিলছে না নাগরিক সেবা

প্রথম আলো প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০, ১২:০৯

তিনতলা ভবনের সামনে ছোট সড়ক। তারপর মগড়া নদী। প্রাঙ্গণে স্তূপ করে রাখা ব্যবসায়ীদের ইট, সুরকি ও বালু। তাতে কয়েকটি ছাগল ও কুকুর খেলা করছে। ভবনের ডান পাশ ও পেছনে জলাশয়। বাঁ পাশে বিস্তীর্ণ কৃষিজমি। ভবনের আঙিনায় চড়ছে মুরগি। নিচতলার কক্ষগুলোতে আবর্জনার স্তূপ। নেই সেবাগ্রহীতা বা কর্মকর্তাদের ভিড়।

এ হচ্ছে নেত্রকোনার মদন পৌরসভার ভবন। জাহাঙ্গীরপুর এলাকায় এই ‘খ’ শ্রেণির পৌর ভবনের অবস্থান। গত ১০ ডিসেম্বর সেখানে গিয়ে দেখা যায় এ চিত্র। মদন পৌরসভার বয়স ২০ বছর। পৌর ভবন যেন পৌর শহরের প্রতীক। পৌরবাসীর জীবনে তেমন কোনো ছোঁয়া লাগেনি শহুরে জীবনের। চারদিকে গ্রামীণ আবহ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us