আরও তীব্র সংঘাত, কেন্দ্র বদলি করলেও ৩ IPS-কে ছাড়ছে না রাজ্য!

এইসময় (ভারত) প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০, ০৮:৪৮

আইপিএস বদলি নিয়ে সংঘাত তুঙ্গে উঠল কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা নিয়ে রাজ্য-কেন্দ্র তরজা তুঙ্গে ছিল বিগত কয়েকদিন ধরেই। বৃহস্পতিবার থেকে তা আরও কয়েকগুণ বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। নাড্ডার কনভয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্যের ৩ আইপিএস আধিকারিককে দিল্লিতে সেন্ট্রাল ডেপুটেশনে পাঠানোর ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করার জন্য আইনি পদক্ষেপের ভাবনা শুরু করেছিল তৃণমূল কংগ্রেস৷ কিন্তু বৃহস্পতিবার পালটা প্রত্যাঘাত এসেছিল কেন্দ্রের তরফে। এ রাজ্য থেকে সরিয়ে অন্যত্র ওই তিন আইপিএস অফিসারকে বদলি নির্দেশ জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু সংঘাত জারি রেখে ওই ৩ আইপিএস-কে ছাড়ছে না রাজ্য। শুক্রবার দিল্লি যাচ্ছেন না ওই তিন পুলিশ আধিকারিক। ফলে এরপর কেন্দ্রীয় তরফে কোনও ব্যবস্থা নেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us