দিল্লিতে করোনা টিকা দেওয়ার প্রশিক্ষণ শুরু কেজরী সরকারের

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ১০:৪৬

দিল্লিতে করোনা টিকা দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে শুরু করল অরবিন্দ কেজরীবাল সরকার। বাজারে টিকা চলে আসার পর যে স্বাস্থ্যকর্মীরা সাধারণ মানুষকে টিকা দেবেন তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। তালিকায় রয়েছেন প্রায় সাড়ে তিন হাজার স্বাস্থ্যকর্মী।

সরকারের তরফে মৌলানা আজাদ মেডিকেল কলেজের ৩ জন চিকিৎসককে ‘ভ্যাকসিন অফিসার’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারা পরবর্তী পর্যায়ের অফিসারদের প্রশিক্ষণ দেবেন। সেই অফিসাররা আবার জেলাস্তরে স্বাস্থ্যকর্মীদের করোনা টিকা দেওয়ার ব্যাপারে প্রশিক্ষণ দেবেন। মৌলানা আজাদ মেডিকেল কলেজের কমিউনিটি হেড চিকিৎসক প্রজ্ঞা শর্মা জানিয়েছেন, এই স্বাস্থ্যকর্মীরা প্রশিক্ষণ পেয়ে জেলাস্তরে গিয়ে প্রশিক্ষণ দেবেন। তিনি আরও জানিয়েছেন যে দিল্লিতে মোট ৬০৯টি কোল্ড চেন পয়েন্ট রয়েছে। যে পয়েন্টগুলির উপর ভিত্তি করে করোনার টিকা দেওয়ার শিবির চালু করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us