নয়া কৃষি আইনের বিরোধিতায় পথে নেমে জমি অধিগ্রহণের প্রতিবাদে নিজের আন্দোলনের কথা মনে করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘২৬ দিন অনশন করেছিলাম ধর্মতলায়। কিন্তু ঠিক করেছিলাম, এই আন্দোলনে সাফল্যমণ্ডিত হবই। তার জন্য জীবন যায় যাবে। প্রতিজ্ঞা থেকে সরব না।’’
এ দিকে কলকাতায় এ দিনই নতুন আইন নিয়ে বিরোধীদের অভিযোগ নস্যাৎ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘এই আইনে কৃষকদের ক্ষতি হবে না। তাঁদের সঙ্গে বারবার আলোচনা হচ্ছে। আলোচনাতেই সমাধান হবে।’’