বেগমগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ চলছে, ভোটার উপস্থিতি কম

প্রথম আলো প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০, ১৩:৩৪

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল নয়টায় ১৪৬টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ১৬ হাজার। এর মধ্যে নারী ২ লাখ ও পুরুষ ২ লাখ ১৬ হাজার।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। পুলিশের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৬টি মোবাইল টিম, ১৬টি স্ট্রাইকিং ফোর্স, নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। এর বাইরে প্রতিটি কেন্দ্রে মোট ১৮ জন নিরাপত্তাকর্মী মোতায়েন আছেন।

সকাল সোয়া নয়টায় উপজেলার একলাশপুর ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একলাশপুর পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে হাতেগোনা কয়েকজন ভোটারের উপস্থিতি দেখা গেছে। প্রায় একই চিত্র চোখে পড়ে বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল সোয়া ১০টায়। এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এ এস এম এহসান কবির প্রথম আলোকে বলেন, কেন্দ্রে ভোটারের উপস্থিতি তেমন নেই। ৩ হাজার ৪২৮ জন নারী ভোটারের এই কেন্দ্রটিতে সকাল সোয়া ১০টা পর্যন্ত ৫০টির মতো ভোট পড়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে কাল

প্রথম আলো | নির্বাচন কমিশন কার্যালয়
১ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us