ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এছাড়া দেশে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ। ধরা পড়লে শাস্তিযোগ্যও বটে। সেই শাস্তি দেয়ার জন্য সুনির্দিষ্ট কর্তৃপক্ষ আছে। কিন্তু প্রকাশ্য দিবালোকে এক তরুণীকে ধূমপান করতে দেখে যাচ্ছেতাই ভাষায় গালাগাল করে, ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া চরম অসভত্যা মনে করছেন অনেকেই! কেউ কেউ বলছেন, এর মাধ্যমে মেয়েটি যদি কোন অন্যায় করেও থাকেন তার জন্য প্রশাসন দেখবে। পাবলিক কেন প্রকাশ্য দিবালোকে যাচ্ছেতাই ব্যবহার করলো?