কংগ্রেসের হাত ছাড়লেন অভিনেত্রী বিজয়শান্তি, সোমে যোগ বিজেপি-তে

এইসময় (ভারত) প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২০, ১৭:০৪

এই সময় ডিজিটাল ডেস্ক:কংগ্রেস ছাড়লেন অভিনেত্রী-রাজনীতিক বিজয়শান্তি। সোমবার তিনি বিজেপিতে যোগ দেবেন। গেরুয়া শিবিরের এক শীর্ষ সূত্র এই খবর নিশ্চিত করেছে।

সূত্রের তরফে আরও জানানো হয়েছে যে, বিজেপিতে যোগ দেওয়া পর সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করবেন তিনি। তেলেঙ্গানার বিজেপি প্রধান বান্দি সঞ্জয় কুমার ইতমধ্যেই হায়দরাবাদ থেকে দিল্লি রওনা হয়েছেন। ২০১৪ সালে কংগ্রেসের হাত ধরেছিলেন বিজয়শান্তি।

বিজয়াশান্তি দক্ষিণের অমিতাভ বচ্চন হিসেবে পরিচিত। ১৯৯৭ সাল থেকেই তিনি সক্রিয় রাজনীতি শুরু করেন এবং বিজেপিতে যোগ দেন। পৃথক তেলেঙ্গানার দাবিতে আন্দোলনের সময় তিনি টিআরএস প্রধান কেসিআরের পাশে ছিলেন। টিআরএস-এর টিকিটে ভোটে লড়ে মেডকের সাংসদ হন তিনি। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত তিনি সেই কেন্দ্রের নির্বাচিত প্রতিনিধি ছিলেন। ২০১৪ সালে তিনি টিআরএস ছেড়ে কংগ্রেসে যোগ দেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us