সরকারি কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণ বনাম ‘ঘোড়ার ঘাস কাটা’
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২০, ১৮:০৯
বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের দুইভাবে বিদেশে প্রশিক্ষণে যাওযার সাধারণ সুযোগ আছে৷ উচ্চশিক্ষা এবং কোনো প্রকল্পের বিশেষ কোনো কাজের জন্য জ্ঞান অর্জন৷ এর বাইরে মন্ত্রীদের সঙ্গে বিদেশ সফরেরও একটা সুযোগ থাকে৷ সেখানেও অনেক বড় বহর যায়৷ আর প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে সাংবাদিক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ীরাও সুযোগ পান৷
সর্বশেষ ঘাস চাষ, খাল খনন, পুকুর কাটা, খিচুড়ি রান্না, কাজু বাদাম চাষ এবং উঁচু ভবন দেখার জন্য সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের প্রস্তাব নিয়ে শুধু সমালোচনাই নয়, বেশ মুখরোচক আলাপ হচ্ছে৷