বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২০, ১৩:১৩
পালা গানের মাধ্যমে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় বাউল শিল্পী রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারির এ আদেশ দেন।
রিতা দেওয়ান ছাড়া মামলার বাকি দুই আসামি হলেন- শাজাহান ও ইকবাল। তাদের তিনজনের বিরুদ্ধে অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়া গেছে জানিয়ে গত ২৯ অক্টোবর ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করেন পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মিজানুর রহমান।