
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় শহরের দুটি হরিজন পল্লিতে অভিযান চালিয়ে পাঁচ হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মদ তৈরি ও সেবনের অভিযোগে ওই ১৭ জনকে সাজা দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসার আদালত। গতকাল রোববার রাতে শহরের ভৈরবপুর রেলওয়ের পাওয়ার হাউস সংলগ্ন সুইপার কলোনি ও চাঁন্দিনার টিলার মুচিপট্টিতে র্যাবের সহযোগিতায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচ হাজার লিটার চোলাই মদসহ ১৭ জনকে আটক করা হয়। ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফি উদ্দিন মোহাম্মদ যো
- ট্যাগ:
- বাংলাদেশ