
অভিনেতা ফজলুর রহমান বাবু, এই পরিচয়ে তুমুল জনপ্রিয়তা তাঁর। তবে গায়ক হিসেবেও কিন্তু তিনি কম যান না। ‘নিথুয়া পাথারে’, ‘ইন্দুবালা’, ‘সখিনা’, ‘আমার যমুনার জল’-এর মতো বেশ কিছু তুমুল জনপ্রিয় গান রয়েছে তাঁর ঝুলিতে। অথচ নিজেকে গায়ক মানতে নারাজ তিনি। গান করেন অনুরোধে। সেই অনুরোধে সাড়া দিয়ে চলতি মাসে তিনটি গানে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু। এসব গান প্রসঙ্গে শিল্পীর বক্তব্য, ‘শখ করে করি, অনেকে গাওয়ায় আর কি। আর যে গানগুলো করেছি, ভালোই ছিল। আর অনেকেই আমাকে দিয়ে গান করায়, তারা চায় আমি তাদের ওখানে একটা গান করি। কিন্তু আমি যে নিজে খুব পছন্দ করে গান করি, সেটা বলা যাবে না। আমি নিজেকে কখনো গায়ক মনে করি না, অভিনে
- ট্যাগ:
- বিনোদন
- করোনা ভাইরাসের প্রাদুর্ভাব