আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন আজ

প্রথম আলো প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ০৯:৩০

করোনা পরিস্থিতির কারণে এ বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়তে পারে বলে অনেকের ধারণা ছিল। তবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম জানিয়ে দিয়েছেন, অন্য সব কার্যক্রম যেখানে স্বাভাবিক, তাই এবার আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে না। গতকাল রোববার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৩০ নভেম্বরই (আজ সোমবার) রিটার্ন জমা দেওয়ার শেষ দিন।

সময় না বাড়ানোর যুক্তি তুলে ধরে এনবিআরের চেয়ারম্যান বলেন, বাংলাদেশে করোনা সংক্রমণ শুরুর পর এরই মধ্যে ৯ মাস পেরিয়ে গেছে। করোনার মধ্যেও কোনো কিছু থেমে নেই। অর্থনীতিসহ সবকিছু স্বাভাবিক গতিতেই চলছে। তাই আয়কর রিটার্নের সময় বাড়ানো হচ্ছে না।

সংবাদ সম্মেলনে এনবিআরের সদস্য আলমগীর হোসেন, অপূর্ব কান্তি দাশ ও হাফিজ মোর্শেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us