এলপিজি সিলিন্ডার: বিইআরসি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০, ২০:২৮

বেঁধে দেওয়া সময়ের মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম নির্ধারণ করে আদালতে প্রতিবেদন না দেওয়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আব্দুল জলিলের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হয়েছে।

বিচারপতি জনাব মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাই কোর্ট বেঞ্চ রোববার এ রুল জারি করে।

আদালতের আদেশ প্রতিপালন না করায় কেন তার বিরুদ্ধে অদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা দুই সপ্তাহের মধ্যে জানতে চাওয়া হয়েছে।

আদালতে ভোক্তা অধিকার সংস্থার (ক্যাব) রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যেতির্ময় বড়ুয়া, বিইআরসির পক্ষে ছিলেন সৈয়দ মাহসিব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী।

জ্যেতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, ১৫ ডিসেম্বর পরবর্তী আদেশের জন্য বিষয়টি আদালতের তালিকায় থাকবে।

বিইআরসির আইনজীবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে আমরা বাস্তবায়ন প্রতিবেদন দিয়েছি আদালতে। কিন্তু সেটা আদালতের কাছে গ্রহণযোগ্য হয়নি। ফলে আদালত একটি রুল ইস্যু করেছেন।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us