
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে ঘটনার এক সপ্তাহ পর মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ছাব্বির হোসেন মোল্লা (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করে আজ শনিবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় করাগারে পাঠিয়েছে।
এ ঘটনায় হওয়া মামলার এজাহার সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের একটি গ্রামের এক কিশোরীকে পাশের গ্রামের ছাব্বির হোসেন দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন।