
একাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ৯৩তম আসরের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র) বিভাগে বাংলাদেশ থেকে লড়তে যাচ্ছে সিনেমা ‘ইতি তোমারই ঢাকা’। এক বিজ্ঞপ্তিতে ৯৩তম অস্কার বাংলাদেশ কমিটির পক্ষে জানানো হয়েছে, অস্কারে বিদেশি ভাষার বিভাগে মনোনয়নের বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হলে ইমপ্রেস টেলিফিল্মের অমনিবাস চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’ এবং খনা টকিজের ‘মেইড ইন বাংলাদেশ’ সিনেমা দুটি জমা পড়ে। সম্প্রতি রাজধানীর কাকরাইলে আশির্বাদ চলচ্চিত্রের কার্যালয়ে ছবি দুটি দেখার পর ‘ইতি তোমারই ঢাকা’ ছবিকে চূড়ান্ত করে ৯৩তম অস্কার বাংলাদেশ কমিটি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসা
- ট্যাগ:
- বিনোদন