সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে

সংবাদ প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ২১:০০

২৪ নভেম্বর মঙ্গলবারের মতো বুধবারও উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। বুধবার উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে।

জানা গেছে, বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৯০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬১.৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.২১ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৬.১০ পয়েন্ট এবং সিডিএসইসি ১.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১১২.৮২ পয়েন্ট, ১৬৭৪.৭০ এবং ৯৮৭.৭৮ পয়েন্টে। ডিএসইতে বুধবার ৬৭১ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬৮ কোটি ২৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬০২ কোটি ৭৪ লাখ টাকার। ডিএসইতে বুধবার ৩৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪১টির বা ৪১.২২ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১০৯টির বা ৩১.৮৭ শতাংশের এবং ৯২টি বা ২৬.৯০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

Stocks plunge as floor prices withdrawn

২ মাস, ৪ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us