চ্যাম্পিয়নস লিগের ‘জি’ গ্রুপে ঘরের মাঠে ফেরেন্সভারোসের মুখোমুখি হয় রোনালদোর জুভেন্টাস। প্রথমার্ধে পিছিয়েও পড়ে রোনালদোরা। শেষ পর্যন্ত ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠে গেছে জুভেন্টাস। এদিন মির্তো উজিনির গোলে পিছিয়ে পড়া জুভেন্টাসকে দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরান রোনালদো। পরে শেষ সময়ে জয়সূচক গোল করেন মোরাতা।
- ট্যাগ:
- খেলা