৯৯৯ সেবা দিতে আলাদা তিনটি গাড়ি পেল বগুড়া পুলিশ

বণিক বার্তা প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ১৯:০২

বগুড়া জেলা পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর জন্য নির্ধারিত তিনটি পিক আপ ভ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই পিকআপ ভ্যান দিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে ৯৯৯ -এ আসা কলগুলোতে সাড়া দিয়ে সেবা প্রদান করা হবে। বলা হচ্ছে, ৯৯৯-এ সেবা দেয়ার জন্য আলাদা গাড়ি বগুড়া জেলাতেই প্রথম চালু করা হলো।

আজ সোমবার বেলা সাড়ে ১২টায় বগুড়া পুলিশ সুপারর কার্যালয় চত্বরে এই পিকআপ ভ্যান তিনটির উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন।

উদ্বোধনকালে ডিআইজি আব্দুল বাতেন বলেন, এ পর্যন্ত সারা দেশে ২ কোটি ৪০ লাখ কল পাওয়া গেছে সাধারণ মানুষের কাছ থেকে এবং এই কলগুলো বাংলাদেশ পুলিশ রেসপন্স করেছে এবং ত্বরিৎ ব্যবস্থা গ্রহণ করেছে। ৯৯৯ সার্ভিসের কলের ট্রান্সফার বিষয়টি খুব চ্যালেঞ্জিং ছিল। বগুড়ায় চালু হওয়া তিনটি গাড়ির মাধ্যমে জেলার ৯৯৯ সার্ভিসের যে কোনো সেবা মানুষকে দ্রুততার সঙ্গে দেয়া সম্ভব হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us