মাহেদি-নুরুলে লড়াইয়ের পুঁজি রাজশাহীর

সমকাল প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ১৫:৩৬

বঙ্গবন্ধু টি-২০ কাপের উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ব্যাট করতে নামা মিনিস্টার গ্রুপ রাজশাহীর শুরুটা ভালো হয়েছিল। টস হেরে ব্যাটিং নামা ওপেনার নাজমুল শান্ত এবং আনিসুল ইসলাম ইমন রান পাচ্ছিলেন। এরপরই ধ্বস। সেই পতন রোধ করেন স্পিন অলরাউন্ডার মাহেদি হাসান এবং উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। তাদের ব্যাটে ৯ উইকেটে ১৬৯ রান করেছে রাজশাহী।

ওপেনার নাজমুল শান্ত ১৬ বলে দুই ছক্কায় করেন ১৭ রান। অন্য ওপেনার ইমনের ব্যাট থেকে আসে ২৩ বলে ৫ চার ও এক ছয়ে ৩৫ রানের দারুণ ইনিংস। কিন্তু শান্তর বিদায়ের পরে রনি তালুকদার ৬, মোহাম্মদ আশরাফুল ৫ এবং ফজলে রাব্বি শূন্য রানে ফিরলে চাপে পড়ে যায় শান্তর রাজশাহী।

পরে ডানহাতি স্পিন অলরাউন্ডার মাহেদি খেলেন ৩২ বলে ৫০ রানের অসাধারণ ইনিংস। তিনটি চারের সঙ্গে চারটি ছক্কা মারেন তিনি। তার সঙ্গে ৮৯ রানের জুটি গড়া নুরুল হাসান খেলেন ২০ বলে তিন ছক্কা ও দুই চারে ৩৪ রানের ইনিংস। শেষ পর্যন্ত মুশফিকদের ঢাকার সামনে ১৭০ রানের লক্ষ্য দিতে পারে রাজশাহী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us