নারায়ণগঞ্জে স্কুলে ভর্তি হতে পারেনি রিকশাচালকের মেয়ে
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ০৯:০৩
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ঢাকেশ্বরী স্কুল অ্যান্ড কলেজের বেতন কমানোর দাবিতে বিক্ষোভ করেছে অভিভাবকরা। সোমবার (২৩ নভেম্বর) নারায়ণগঞ্জ বন্দর উপজেলাতে এ ঘটনাটি ঘটেছে। তবে স্কুল কর্তৃপক্ষ দাবি করছেন ৯০ শতাংশ শিক্ষার্থীর বেতন কমানো হয়েছে। কোন কোন শিক্ষার্থীর পুরো বেতন মওকুফ করা হয়েছে।
এদিকে একজন রিকশা চালক ১৫৪০ টাকা দিতে না পারায় তার মেয়ে মাবিয়া আক্তারকে ভর্তি নেয়নি স্কুল কর্তৃপক্ষ। ওই শিক্ষার্থী ওই স্কুলের চতুর্থ শ্রেণীতে পড়ে।