সীতাকুণ্ডে চাঁদা না দেয়ায় তুলার দোকানে আগুন

মানবজমিন প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ০০:০০

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া জোড়বট ১নং ওয়ার্ডে সোমবার সকালে অকটেন দিয়ে তুলার দোকানে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গতকাল এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. একলাস উদ্দীন বাদী হয়ে একই পরিবারের ৪ জনকে আসামি করে সীতাকুণ্ড মডেল থানায় একটি  মামলা দায়ের করেছেন। মামলা ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র জানা যায়, গতকাল সকাল সাড়ে ৫টার সময় রাসেল, সোহেল, রুবেল ও আবুল বশর দোকানে আগুন দিয়ে পালিয়ে যায়। বিগত ৪ বছর আগে একই এলাকার তুলা ব্যবসায়ী একলাস উদ্দীন কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল সন্ত্রাসীরা। তার ধারাবাহিকতায় চাঁদা না দেয়ায় গতকাল সকালে রাসেলের নেতৃত্বে ৪/৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তুলের দোকানে অকটেন দিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনর্চাজ মো. ফিরোজ হোসেন মোল্লা জানান, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত পূর্বক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us