নওগাঁয় ৫ হাজার ৮৪০ হেক্টর জমিতে সবজি চাষ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০, ২৩:০৩

নওগাঁর বাজারগুলোতে শীতকালীন শাক-সবজির ব্যাপক যোগান লক্ষ্য করা যাচ্ছে। জেলার বিভিন্ন হাটবাজারসহ জেলা শহরের প্রধান কাঁচাবাজার, মুক্তিরমোড় বাজার, দয়ালের মোড় বাজার, সদর উপজেলা পরিষদ বাজার, বাস টার্মিনাল বাজার, বিহারী কলোনি বাজারসহ বিভিন্ন অলিগোলির ছোট বড় বাজারগুলোতে এখন শীতের সবজির সমারহ। জেলা কৃষি বিভাগ জানায়, এখন পর্যন্ত নওগাঁয় ৫ হাজার ৮৪০ হেক্টর জমিতে সবজির আবাদ করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসার অধিদফতর জানায়, নওগাঁয় চলতি শীত মৌসুমে মোট ৮ হাজার ৮২০ হেক্টর জমিতে শাক-সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় এক হাজার ১৫০ হেক্টর, রানীনগরে ২১০ হেক্টর, আত্রাইয়ে ৩৭৫ হেক্টর, বদলগাছিতে এক হাজার ১৬৫ হেক্টর, মহাদেবপুরে এক হাজার ২০০ হেক্টর, পত্মীতলায় ৭২০ হেক্টর, ধামইরহাটে এক হাজার ৩১৫ হেক্টর, সাপাহারে ৪৬৫ হেক্টর, পোরশায় ৩৬০ হেক্টর, মান্দায় এক হাজার ২৪৫ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৬১৫ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমি থেকে এক লাখ ৯৪ হাজার ৪০ মেট্রিক টন শাক-সবজি উৎপাদিত হবে বলে কৃষি বিভাগের প্রত্যাশা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us