
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বরদহ গ্রামে কুমার নদে ডুবে লামিয়া (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বোনের বাড়িতে বেড়াতে এসে নদে গোসল করতে গিয়ে শিশুটির মৃত্যু হয়। সে উপজেলার সাধুখালী গ্রামের সাইফুল ইসলামের কন্যা এবং সাধুখালী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
শৈলকুপা থানার ওসি তদন্ত মহসিন হোসেন জানান, বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বাড়ির পাশে সমবয়সীদের সঙ্গে কুমার নদে গোসল করতে যায় লামিয়া। সাঁতার কাটার সময় হঠাৎ সে নিখোঁজ হয়। সঙ্গে থাকা অন্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।