
সিজনাল ও নন-সিজনাল কর্মী হিসেবে ইতালি যেতে আগ্রহীদের প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনসচেতনতামূলক বার্তা পাঠানো হয়েছে। আজ বুধবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বার্তা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতালি সরকার সম্প্রতি বাংলাদেশ থেকে মৌসুমি ও অমৌসুমি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। গত ১২ অক্টোবর বেশ কিছু দেশের পাশাপাশি বাংলাদেশের নামও অনুমোদিত দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইতালি। ফলে বাংলাদেশীদের জন্য সেখানে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।