শ্বেতাঙ্গ যাত্রীর ‘অস্বস্তি’, ফ্লাইট থেকে নামানো হলো মুসলিম নারীকে
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ১০:৫০
যুক্তরাষ্ট্রে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে এক মুসলিম নারীকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেন্ডেন্ট জানিয়েছে, একজন শ্বেতাঙ্গ পুরুষ যাত্রী আমানি আল-খাতাহতবেহ নামের এক মুসলিম নারীর সঙ্গে একই ফ্লাইটে যেতে ‘অস্বস্তিবোধ’ করছেন জানানোর পর, ওই নারীকে ফ্লাইট থেকে নেমে যেতে বলা হয়।
আমানি আল-খাতাহতবেহ নিউ জার্সি অঙ্গরাজ্যে থেকে মার্কিন কংগ্রেসের সদস্য পদে নির্বাচনে দাঁড়ানো প্রথম মুসলিম নারী। এ ছাড়া তিনি মুসলিম গার্ল নামের একটি ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। গত ১৪ নভেম্বর আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে নিউআর্ক থেকে নর্থ ক্যারোলাইনার শার্লটে যাওয়ার কথা ছিল তাঁর।