হাবিপ্রবি’র দেড় হাজার শিক্ষার্থী স্মার্টফোন কিনতে পাচ্ছে শিক্ষা শিক্ষা ঋণ

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০, ১৭:০০

অনলাইনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সুদমুক্ত স্মার্টফোন কিনতে শিক্ষা ঋণ পাচ্ছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১ হাজার ৬৭০ জন অসচ্ছল শিক্ষার্থী।

যেসব শিক্ষার্থীর স্মার্টফোন নেই, তাদের জন্য এই শিক্ষাঋণের ঘোষণা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তারই ধারাবাহিকতায় ইউজিসির সুদমুক্ত শিক্ষা ঋণ পাচ্ছেন হাবিপ্রবি’র ১৬৭০ জন শিক্ষার্থী।

শিক্ষা ঋণের বিষয়টি নিশ্চিত করে হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. ইমরান পারভেজ বলেন, ইউজিসিকে শিক্ষা ঋণ প্রদানের জন্য মোট ২৫২৬ জন শিক্ষার্থীর তালিকা দিয়েছিলাম। এর মধ্যে নির্বাচিত হয়েছে ১৬৭০জন শিক্ষার্থী। এছাড়া ইউজিসির পক্ষ থেকে সফটলোন প্রদানের জন্য একটি নীতিমালা প্রদান করা হয়েছে এবং নীতিমালা অনুযায়ী ঋণ প্রদানের জন্য ২/১দিনের মধ্যে একটি কমিটি গঠন করা হচ্ছে। ইতিমধ্যে উপাচার্য মহোদয়ের কাছে আমি চিঠি পাঠিয়েছি। তিনি আরও জানান, ৪কিস্তিতে এই শিক্ষা ঋণ পরিশোধ করতে পারবে ওই শিক্ষার্থীরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us