পানি নামতে শুরু করায় আলু রোপণের লক্ষ্যে লালমনিরহাট জেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমি প্রস্তুত করতে দিনভর ব্যস্ত সময় যাচ্ছে কৃষককুলের। কোমর বেঁধে কৃষকরা শ্রমিকদের নিয়ে আলু রোপণ উৎসবে মেতে উঠেছেন। এরই প্রস্তুতি হিসেবে এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিমাগার থেকে বীজ আলু নেওয়া, কোথাও জমি পরিস্কার-পরিচ্ছন্ন, কোথাও প্রস্তুত হওয়ার পর আলু রোপণ কাজ করে যাচ্ছেন।
এবার জেলার ৫টি উপজেলায় ৪ হাজার ৮০০ হেক্টর জমিতে আলুর আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শীতের আগমনের শুরুতেই জেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে এখন চলছে আলু রোপণের মহোৎসব। কৃষকের ব্যস্ততা থেকে বোঝার উপায় নেই, গত দুই মৌসুমে তারা লাখ লাখ টাকার লোকসানের কবলে পড়ে আর্থিক ক্ষতির শিকার হয়েছেন।