
ম্যাচ শেষে পশ্চিম গ্যালারির কাছে জামাল ভূঁইয়া গেলে দর্শকেরা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। কয়েক মিনিটের মধ্যেই বাংলাদেশ অধিনায়ক সেখান থেকে বিদায় নেন। কিন্তু ম্যাচ শেষের আধ ঘণ্টা পরও গ্যালারি থেকে ভেসে আসছিল বাংলাদেশ, বাংলাদেশ ... গর্জন। কিছুক্ষণ আগে পাওয়া ২-০ গোলের জয়ে দর্শকের মুগ্ধতা যেন কাটছিল-ই না। অথচ এমন জয় বাংলাদেশ কোচের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয়।
নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শেষে আগামী মাসে কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। আজকের নেপাল ম্যাচের আগে জেমি বারবার বলেছিলেন, নেপালের বিপক্ষে ম্যাচ দুটিকে কাতারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ হিসেবেই দেখছেন। তাই আজকের জয়ে আনন্দ থাকলেও এই জয়কে গুরুত্বপূর্ণ মনে করছেন না জেমি, ‘এটা আমার কাছে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ ছিল। কোনো খেলোয়াড় চোট পায়নি, এটা ভালো ব্যাপার। এই জয়ে ভেসে যাচ্ছি না। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি কঠিন হবে।’