ডায়াবেটিস প্রতিরোধে ১৪ বছরেও হয়নি জাতীয় নীতিমালা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২০, ২০:৫৮

দেশে অনুমিত পরিসংখ্যান অনুসারে ৮৩ লাখেরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এ সংখ্যার সঙ্গে প্রতি বছর নতুন করে তিন থেকে পাঁচ লাখ নতুন রোগী আক্রান্ত হচ্ছেন। আক্রান্তদের ৫০ শতাংশই জানেন না তারা ডায়াবেটিসে আক্রান্ত।

যাদের ডায়াবেটিস আছে তাদের এ রোগ নিয়ন্ত্রণে রাখার বিষয়ে এবং যাদের এখনও ডায়াবেটিস হয়নি তাদের এ রোগ প্রতিরোধে সচেতন করতে ‘প্রিভেনশন পলিসি অ্যান্ড কন্ট্রোল ফর ডায়াবেটিস’ প্রণয়ন জরুরি। কিন্তু দেশে রোগটি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে জাতীয়ভাবে কোনো নীতিমালা নেই। গত ১৪ বছরেরও বেশি সময় ধরে নীতিমালা প্রণয়নের কথা শোনা গেলেও এখনও সেটি হয়নি। নীতিমালাটি প্রণয়নের দায়িত্ব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নাকি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের, তা নিয়ে রশি টানাটানিতে আজও ঝুলে আছে নীতিমালাটি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us