নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে উন্মুক্ত জলাশয় বিলসুতিতে বাঁশের বেড়া দিয়ে মাছ চাষের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বেড়া অপসারণসহ জলাশয়টি উন্মুক্ত করতে জেলা প্রশাসন বরাবর অভিযোগ করেছেন স্থানীয় মৎস্যজীবীরা। অভিযোগের প্রেক্ষিতে রোববার (৮ নভেম্বর) বেলা ১১টায় হাটকালুপাড়া ইউনিয়নের চড়কতলা প্রাথমিক বিদ্যালয় মাঠে উভয় পক্ষের উপস্থিতিতে কার্যক্রম শুরু করে তদন্ত কমিটি।
এর কিছুক্ষণ পরই উত্তেজনা শুরু হলে তদন্ত কমিটি ঘটনাস্থল ত্যাগি করেন। জানা গেছে, উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন ও রাজশাহীর বাঘমারা উপজেলার কিছু অংশ নিয়ে এ উন্মুক্ত জলাশয় ‘বিলসুতি’।