প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২০, ০৯:০৬
প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঘোষণার তিন বছর পর বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে এমন পদক্ষেপ নিয়েছে দেশটি। এই পদক্ষেপের মাধ্যমে বিশ্বব্যাপি উষ্ণতার পরিমাণ কমাতে যে প্রচেষ্টা চলমান যুক্তরাষ্ট্র মূলত তার বিরুদ্ধে এককভাবে অবস্থান নিল।
বুধবার (৫ নভেম্বর) জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্রধান কর্মকর্তা প্যাট্রিসিয়া এসপিনোসা বলেন, এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের চলে যাওয়ায় এক ধরনের শূন্যতা তৈরি হবে এবং এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে।