
রাজশাহীর গোদাগাড়ীতে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার দেওপাড়া ইউপির ধামিলা লাড্ডুর মোড়ে মুন্টির আমবাগানে এ ঘটনা ঘটে। গ্রেফতাররা হলেন, রাজশাহীর পবা উপজেলার দামকুড়া থানার বিনদারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে শুকুর, গোদাগাড়ী উপজেলার ধামিলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রনি এবং আবু জাকিরের ছেলে বাবু।
পুলিশ জানায়, রাজশাহী শহর থেকে ফুঁসলিয়ে পূর্বপরিচিত স্বামী পরিত্যক্তা ওই তরুণীকে গোদাগাড়ীতে নিয়ে আমবাগানে গণধর্ষণ করা হয়েছে বলে গ্রেফতারদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ওই তরুণীর মৌখিক অভিযোগের ভিত্তিতেই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। রোববার সকালে এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়।