যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্ত লক্ষাধিক, নির্বাচনী প্রচারণাকে নিয়ন্ত্রণ করছে করোনা

মানবজমিন প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ১২:৪৮

যুক্তরাষ্ট্রে গতকাল শুক্রবার এক দিনে বা ২৪ ঘন্টায় ১ লাখেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে যা এর আগের দিনের ৯১,০০০ জন শনাক্ত হবার রেকর্ডকে ছাড়িয়ে গেছে।করোনা মহাকারীকালে সারা বিশ্বে এটিই (১,০০,২৩৩) একদিনে সর্বোচ্চ আক্রান্ত হবার রেকর্ড। এর আগের রেকর্ড ছিল ভারতের (৯৭,৮৯৪)। গত দশদিনে যুক্তরাষ্ট্র ৫ বার এর আগের একদিনে সর্বোচ্চ আক্রান্তের (জুলাইতে ৭৭,২৯৯) রেকর্ডকে ছাড়িয়ে গেলো। আর গত দুইদিনের হিসেবে যুক্তরাষ্ট্রে এখন প্রতি ১ সেকেন্ডে ১ জনেরও বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন।যুক্তরাষ্ট্রের নির্বাচনের যখন আর মাত্র ৪ দিন বাকি ঠিক সেই মুহুর্তে এই করোনা ঢেউয়ের খবর এলো যাতে প্রায় ২ লক্ষ ৩০ হাজার মানুষ ইতিমধ্যে মারা গেছেন। আর এটিই শেষ মুহূর্তের প্রচারণাকে নিয়ন্ত্রণ করছে।যুক্তরাষ্ট্রে ৯০ লক্ষেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন যা দেশটির মোট জনসংখ্যার শতকরা ৩ ভাগ। রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন দুজনই বৃহস্পতিবার ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণা চালান, যদিও করোনা মহামারি নিয়ে দুজনের বক্তব্য স্বাভাবিকভাবেই ছিল ভিন্ন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us