বুদ্ধিজীবী স্মৃতিফলক নির্মাণে দুর্নীতি, জড়িতদের শাস্তি দাবি

বার্তা২৪ প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০, ১৬:২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের নকশা বদল করে বঙ্গবন্ধুকে অবমাননা ও নির্মাণকাজে অনিয়ম-দুর্নীতিতে জড়িত শিক্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ‘ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ঐক্যমঞ্চ’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচি থেকে জড়িত শিক্ষকদের 'দুর্নীতিবাজ' আখ্যা দিয়ে দ্রুত সময়ের মধ্যে তাদের চাকরি থেকে বরখাস্ত করার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের রিলিফ ভাস্কর্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ছিলো না। মূল কাজে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হয়েছে। ভাস্কর্যে শহীদ বুদ্ধিজীবীদের বাঁ পাশে এবং নিচে বঙ্গবন্ধুর রিলিফ ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এর মাধ্যম জাতির পিতাকে অবমাননা করা হয়েছে। যেটি কোনো প্রগতিমনা শিক্ষকদের কাজ হতে পারে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us