ছাঁটাই আতঙ্কে শ্রমিকদের হামলা, বিক্ষোভ ও ভাঙচুর

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ১১:৫৫

গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় দিগন্ত সোয়েটার কারখানায় জ্যাকার মেশিন বসানোকে কেন্দ্র করে কারখানায় হামলা ও ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় তারা পার্শ্ববর্তী কোস্ট টু কোস্ট নামে অপর একটি কারখানায় ভাঙচুর করেন। একইসঙ্গে বেশ কিছু গাড়ির কাঁচও ভাঙচুর করেন তারা।

ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনায় শ্রমিক ও পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার সকালের উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us