ফরাসি কূটনীতিককে তলব করলো ইরান

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ১৮:০৭

মহানবী হযরত মোহাম্মদ (সা:)- কে অবমাননা করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর বক্তব্যের প্রতিবাদ জানাতে ইরানে নিযুক্ত ফরাসি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের বরাতে জানা গেছে, ইরানে বর্তমানে ফরাসি রাষ্ট্রদূত উপস্থিত না থাকায় তার পরিবর্তে ফ্রান্সের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফ্লোরেন ইদালুকে সোমবার মন্ত্রণালয়ে তলব করা হয়।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ বিভাগের মহাপরিচালক ফরাসি কূটনীতিককে জানান, ফ্রান্সের প্রেসিডেন্ট ইসলাম অবমাননার বক্তব্য দিয়ে বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছেন। মহানবী (সা:)-এর যেকোনো ধরনের অবমাননা সহ্য করার মতো নয়। রাষ্ট্রের যত উচ্চ পদ থেকেই এই অবামাননা করা হোক না কেন তা নিন্দনীয়।

মহাপরিচালক আরো বলেন, ফরাসি প্রেসিডেন্টের ইসলাম অবমাননাকর বক্তব্যকে কোনোভাবেই বাক স্বাধীনতার নামে চালিয়ে দেয়া যাবে না। একজন উগ্রবাদী লোকের সহিংস আচরণের প্রতিক্রিয়ায় ফরাসি কর্মকর্তারা যে অজ্ঞতাপূর্ণ কথা বলছেন তাতে উল্টো বহু মানুষ উগ্র চিন্তাধারার দিকে ধাবিত হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us