বসনিয়ার জঙ্গল পর্যন্ত তাদের কেন যেতে হয়?

প্রথম আলো প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০, ১২:৩১

ঘন ঘনই দেশ থেকে বেরিয়ে পড়া শ্রম অভিবাসনপ্রত্যাশীরা সংবাদের শিরোনাম হচ্ছেন। লিবিয়া থেকে ইউরোপে প্রবেশের পথে ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিরা উদ্ধার হয়েছেন একাধিকবার। বঙ্গোপসাগর দিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমানোর চেষ্টা করেছেন অনেকেই। এবার বসনিয়ার শহর ভেলিকা ক্লাদুসারের জঙ্গলে আটকে আছেন কয়েক শ বাংলাদেশি। ভয়ংকর, বিপৎসংকুল সব পথ পাড়ি দিয়ে মানুষ কাজের সন্ধানে ছুটছেন। কোনো দেশের বাজারে শ্রমের উদ্বৃত্ত এবং মজুরি কম, অন্যদিকে কোনো কোনো দেশের বাজারে শ্রমের চাহিদা ও মজুরির উচ্চমূল্য পরিস্থিতি বিরাজ করছে।

এসব কারণেই বিশ্বের নানা প্রান্ত থেকে শ্রম অভিবাসীরা উন্নত বিশ্বের শ্রমবাজারে প্রবেশের চেষ্টা করছেন। আমাদের শ্রমিকেরা এই পরিস্থিতির বাইরে নন। বিভিন্ন হিসাবমতে, দেশে এখন বেকারের সংখ্যা কয়েক কোটি; যদিও বিবিএসের সর্বশেষ হিসাবে এই সংখ্যা মাত্র ২৭ লাখ। এই কয়েক কোটি বেকারের মধ্যে অদক্ষ, গৃহিণী, গৃহস্থলীর কাজে নিয়োজিত শ্রমিক ও অনানুষ্ঠানিক শ্রমিকদের বিবেচনাও করা হয়েছে। আর শিক্ষিত বেকারের সংখ্যা ৫০ লাখের কাছাকাছি হবে। এত বিশালসংখ্যক শ্রমিক কাজের সংস্থান করতে না পেরে জমিজিরাত বিক্রি করে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us