বাংলাদেশে স্বাভাবিকই কি নতুন স্বাভাবিক

প্রথম আলো আনিসুল হক প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ১০:২৯

নরমাল ইজ দ্য নিউ নরমাল। বাংলাদেশে এখন সবকিছু ২০২০ সালের মার্চের আগের মতোই, শুধু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বন্ধ থাকা ছাড়া। আগস্ট পর্যন্ত আমি ঘর থেকে বের হইনি। ভাবতাম, দেশের মানুষও নিশ্চয়ই ঘর থেকে বের হন না। সেপ্টেম্বরে বেরোনো শুরু করে মনে হলো, আমি ছাড়া বোধ হয় সবাই বাইরে বেরিয়ে পড়েছেন। রাস্তায় ভিড়। বাজারে গিজগিজ করছে মানুষ। সোনারগাঁও হোটেলের সামনে সৌদি আরবগামী মানুষের হাট, বিক্ষোভ, সমাবেশ। কক্সবাজারের কোনো হোটেলে ছুটির দিনে সিট নেই, এমনকি দেশের অন্য রিসোর্টগুলোতেও ঠাঁই নেই, ঠাঁই নেই, ছোট এ রিসোর্ট অবস্থা। ঢাকার বাইরে আগে থেকেই করোনা-বিষয়ক শঙ্কা কম ছিল, সাবধানতাও তেমন চোখে পড়ত না। নিজেই ঢাকার বাইরে যাওয়া শুরু করলাম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us