ডিএনসিসির অভিযান: ৩৩ ভাগ কর এক মাসে আদায়

প্রথম আলো প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০, ০৯:৫৭

সেপ্টেম্বর মাসজুড়ে দুটি অঞ্চলে চিরুনি অভিযান চালিয়ে ২৯ কোটি ১০ লাখ ৫৩ হাজার টাকা গৃহকর আদায় করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গত অর্থবছরে দুটি অঞ্চলে ৯৩ কোটি ৭৩ লাখ ৩১ হাজার টাকা কর এসেছিল। সে হিসাবে ১ মাসেই ১ বছরের মোট আদায় করা করের ৩১ দশমিক শূন্য ৫ শতাংশ বা প্রায় এক-তৃতীয়াংশ কর এসেছে।

রাজস্ব শাখার কর্মকর্তারা জানান, গত অর্থবছরে দুটি অঞ্চল থেকে ১৫৭ কোটি টাকা গৃহকর আদায়ের লক্ষ্য ছিল। কিন্তু ৬৩ কোটি ২৬ লাখ ৬৯ হাজার টাকা অনাদায়ি থেকে যায়।

গৃহকর আদায়ের পরিধি বাড়ানো, রাজস্ব বিভাগের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং কর প্রদানে জনসাধারণকে উৎসাহ দিতেই প্রাথমিকভাবে অঞ্চল-২ ও ৫-এ চিরুনি অভিযানের সিদ্ধান্ত হয়। ফলাফল হিসেবে মাসব্যাপী অভিযানে দুই অঞ্চলে ১ হাজার ১২৮টি করধার্যহীন নতুন ভবন আর ২ হাজার ৮৮০টি সম্প্রসারিত ভবন পেয়েছেন রাজস্ব বিভাগের কর্মকর্তারা। নতুন চিহ্নিত ভবনগুলো করের আওতায় এলে কর আদায়ের পরিধি বাড়বে বলে মনে করা হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us