দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বরগুনার আমতলী ও তালতলীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত লোহার ৭০টি সেতু চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া উপজেলা দুটিতে ১৮টি সেতু ভেঙে পড়ে আছে। এ কারণে এসব এলাকার লোকজন ভোগান্তিতে রয়েছে।
এলাকার লোকজন জানান, সেতুগুলো নির্মাণ ও সংস্কারের দাবিতে বিভিন্ন সময় তাঁরা মানববন্ধন করেছেন। এরপরও এসব সেতু সংস্কার বা পুনর্নির্মাণ করা হচ্ছে না।