তুরস্ককে হুমকি, গ্রিসের পাশে জার্মানি

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০, ১১:০৮

তুরস্ককে সতর্ক করে দিলেন জার্মানির বিদেশমন্ত্রী হাইকো মাস। তিনি বলেছেন, তুরস্ক যেন তেল ও গ্যাস অনুসন্ধান বিতর্কে উস্কানি না দেয়। মাস বলেছেন, তুরস্ক সরকার বারবার বলছে, তারা আলোচনা চায়। তা হলে তারা উস্কানি দেয়া বন্ধ করুক। গ্রিস ও সাইপ্রাস সফরের আগে মাস বলেছেন, ''আমরা তুরস্কের কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন একতরফা ব্যবস্থা নিয়ে গ্রিসের সঙ্গে আলোচনা বন্ধ না করে।''

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ''জার্মানি পুরোপুরি গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে আছে, তুরস্কের সঙ্গে নয়।'' মাস সে জন্যই গ্রিস ও সাইপ্রাস যাচ্ছেন, কিন্তু তুরস্কে যাচ্ছেন না। মাস বলেছেন, ''আমি এই বিরোধের পরিপ্রেক্ষিতেই সাইপ্রাস ও গ্রিস যাচ্ছি। জার্মানি মনে করে, আলোচনার পরিস্থিতি তৈরির দায় তুরস্কের।''
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us