কবে খুলবে ওসমানী উদ্যান?

ইত্তেফাক প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০, ০৩:৩২

নাগরিক কোলাহলের শহরে একটু নিশ্বাস নিতে পার্কে ছুটে যান সাধারণ মানুষ। নিজেদের সতেজ করতে সময় কাটান সবুজ পার্কে। অথচ দীর্ঘ আড়াই বছরের বেশি সময় ধরে সংস্কারের কথা বলে বন্ধ করে রাখা হয়েছে ওসমানী উদ্যান। উন্নয়ন কাজ চলছে এমন সাইনবোর্ড দিয়ে পুরো পার্ক টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। যেখানে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ২০১৮ সালে পার্কটি সংস্কার শুরু করলেও আড়াই বছরের বেশি সময় হলেও এখনো শেষ হয়নি কাজ। কতটুকু কাজ শেষ হয়েছে এ বিষয়ে জানেন না দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও। এ বিষয়ে দায়িত্বে থাকা অঞ্চল-১-এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় বলেন, ‘ড্রেনেজ সিস্টেমসহ, জাদুঘর, লাইব্রেরিসহ বিভিন্ন কাজ মোটামুটি শেষ হয়েছে। তবে কতভাগ কাজ শেষ হয়েছে সেটি কাগজপত্র দেখা ছাড়া বলতে পারব না। আমাদের পরিকল্পনা আছে ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে পারব।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us