
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেড়ানোর কথা বলে প্রেমিকাকে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে টানা দু’দিন ধরে গণধর্ষণ করল প্রেমিক ও তার পাঁচ বন্ধুরা। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া ভুক্তভোগী তরুণী থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ হোটেল ম্যানেজার ও প্রেমিকসহ ছয় অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে একটি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।