বাড়ির সামনেই পাকিস্তানি গায়ককে গুলি করে হত্যা

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০, ১২:০১

পাকিস্তানের জনপ্রিয় গায়ক হানিফ চামরককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে সুদূর দক্ষিণ-পশ্চিম বালুচিস্তান প্রদেশের তুর্বত শহরে। যদিও পুলিশ শুক্রবার ঘটনাটি সামনে আনে।
পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে হানিফ চামরকের ওপর হামলা চালায়। গুলিতে ঝাঁঝরা করে পালিয়ে যায় হামলাকারীরা।

স্থানীয় পুলিশ প্রধান রওশন আলী জানান, বেলুচিস্তানের জনপ্রিয় এই গায়ককে দুর্বৃত্তরা কী কারণে হত্যা করেছে, তা এখনো পরিষ্কার নয়। কেউ এই হত্যার দায় নেয়ার কথাও জানায়নি। দুর্বৃত্তরা গুলি চালিয়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যায়।

হানিফের মেয়ে তৈয়বা বেলুচ পাকিস্তানের সক্রিয় মানবাধিকারকর্মী। তিনি মানবাধিকার রক্ষা নিয়ে কাজ করেন। বিশেষত নারীদের অধিকার রক্ষায় সোচ্চার কণ্ঠ। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সবচেয়ে বড় সমালোচকও এই তুর্বত তরুণী।

সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত- এই অভিযোগে বেলুচিস্তানে মাঝেমধ্যেই ধরপাকড় চলে। সন্দেহভাজনদের তুলে নিয়ে যায় পাক নিরাপত্তা বাহিনী। পাকসেনার এই খামখেয়ালিপনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন তৈয়বা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us