চালের দাম কীভাবে কমানো সম্ভব

প্রথম আলো গওহার নঈম ওয়ারা প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২০, ১১:২৭

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চাল নিয়ে কোনো ধরনের কারসাজি সরকার বরদাশত করবে না। সংবাদপত্রের প্রতিবেদনে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর খাদ্য ভবনে অনুষ্ঠিত দেশের চালকলমালিক, পাইকারি ও খুচরা চাল ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা বৈঠকে নাকি তিনিই আবার আক্ষেপ করে বলেছেন, একশ্রেণির অসাধু চালকলমালিক অবৈধভাবে ধান ও চাল মজুত করে রাখায় চালের বাজার অস্থিতিশীল হয়েছে।

তিনি নাকি ‘গোপন সার্ভে’ করে প্রায় ৫০টি মিলের খোঁজ পেয়েছেন। এসব মিলে কমপক্ষে ২০০ মেট্রিক টন থেকে সর্বোচ্চ ৩ হাজার মেট্রিক টন ধান মজুত আছে। এমনকি ৫০০ মেট্রিক টন চালও মজুত আছে। মন্ত্রী বলেন, ‘আমার নিজের নির্বাচনী এলাকা নওগাঁয় হাজার হাজার মেট্রিক টন ধান মজুত রয়েছে। দেশে কৃষকদের কাছে ২ শতাংশও ধান নাই। আড়তদাররাও ধান ও চাল মজুত করে রাখছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

৩০ টাকায় ধান ও ৪৪ টাকায় চাল কিনবে সরকার

সমকাল | বাংলাদেশ সচিবালয়
৬ মাস, ২ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us