রাজভবনে গেলেন না অফিসাররা, রাজ্যপালের জরুরি ডাক মুখ্যমন্ত্রীকে

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২০, ১৫:০২

তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন রবিবার রাতেই। তাঁর সঙ্গে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপির সামনের সারির নেতা মণীশ শুক্লর খুনের ঘটনার প্রেক্ষিতে রাজ্যপাল জগদীপ ধনখড় রাজভবনে তলব করেছিলেন স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজি-কে। কিন্তু দু’জনের কেউই রাজ্যপালের তলবে সাড়া দিলেন না। ফলে ফের টুইটারে তোপ দাগলেন ধনখড়। মুখ্যমন্ত্রীর কাছ থেকেও কোনও উত্তর মিলছে না বলে জানালেন। তবে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সোমবার রাজভবনে গিয়ে কথা বলেছেন ধনখড়ের সঙ্গে। প্রশাসনের একাংশ অবশ্য এটাকে রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে নতুন মুখ্যসচিবের সৌজন্য সাক্ষাৎ হিসাবেই ব্যাখ্যা করছে।

রবিবার রাত ১১টা ৪০ মিনিটে টুইট করেছিলেন ধনখড়। মণীশের হত্যাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছিলেন। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সাংঘাতিক অবনতির দিকে যাচ্ছে বলে তোপ দেগেছিলেন। পরিস্থিতি সম্পর্কে কথা বলার জন্য রাজ্যের স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে সোমবার সকাল ১০টায় তিনি রাজভবনে ডেকে পাঠিয়েছেন বলেও রাজ্যপাল জানিয়েছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us