'ক্ষমতায় এলে কালা আইন মুছে দেবে কংগ্রেস', কৃষকদের প্রতিশ্রুতি রাহুলের

এইসময় (ভারত) প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২০, ১৬:৪৭

কেন্দ্রে কংগ্রেস ফের ক্ষমতায় এলে তারা কৃষি আইন প্রত্যাহার করে নেবে। পঞ্জাবের কৃষকদের কাছে এই প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ন্যূনতম সহায়ক মূল্য, খাদ্য প্রক্রিয়াকরণ ও পাইকারি বাজার - দেশের তিনটি স্তম্ভকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভেঙে ফেলতে চাইছেন বলেও তোপ দাগেন রাগা।

কৃষি আইনের প্রতিবাদে রবিবার থেকে তিনদিনের ট্র্যাক্টর মিছিল শুরু করেছেন কৃষকরা। তারই সূচনা করে এ দিন কংগ্রেস সাংসদ রাহুল ন্ধী বলেন, 'ওদের একমাত্র লক্ষ্য হল MSP ও ফুড প্রকিওরমেন্টকে ধ্বংস করে দেওয়া। এই সরকারকে কখনও এটা করতে দেবে না কংগ্রেস।' এ দিন রাহুল প্রতিশ্রুতি দেন, 'আমি গ্যারান্টি দিচ্ছি যে, যখনই কংগ্রেস ক্ষমতায় আসবে, আমরা এই কালা আইন মুছে ফেলব। আমরা নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করব আর এই কালা আইন মুছে ফেলব।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us